Tumi Ebar Amay Loho He Nath | তুমি এবার আমায় লহো হে নাথ,লহো

Tumi Ebar Amay Loho He Nath | তুমি এবার আমায় লহো হে নাথ,লহো

Rabindra Sangeet, Rabindra Sangeet Lyrics, Bangla Song Lyrics


তুমি এবার আমায় লহো হে নাথ,লহো।

        এবার তুমি ফিরো না হে--

                হৃদয়  কেড়ে নিয়ে রহো।

  যে দিন গেছে তোমা বিনা   তারে আর ফিরে চাহি না,

                       যাক সে ধুলাতে।

এখন তোমার আলোয় জীবন মেলে যেন জাগি অহরহ॥

   কী আবেশে কিসের কথায়    ফিরেছি হে যথায় তথায়

                         পথে প্রান্তরে,

এবার বুকের কাছে ও মুখ রেখে তোমার আপন বাণী কহো॥

   কত কলুষ কত ফাঁকি    এখনো যে আছে বাকি

                      মনের গোপনে,

   আমায়      তার লাগি আর ফিরায়ো না,

                       তারে আগুন দিয়ে দহো।

Lyrical Diary: Tumi Ebar Amay Loho He Nath | তুমি এবার আমায় লহো হে নাথ,লহো

Tumi Ebar Amay Loho He Nath | তুমি এবার আমায় লহো হে নাথ,লহো Lyricist: Rabindranath Tagore, Rabindra Sangeet. Rabindra Sangeet Lyrics