Tumi Amay Jobe Jagao Guni | তুমি আমায় যবে জাগাও গুণী

Tumi Amay Jobe Jagao Guni | তুমি আমায় যবে জাগাও গুণী

Nazrul Geeti, Bangla Song Lyrics

        তুমি     আমায় যবে জাগাও গুণী তোমার উদার সঙ্গীতে
        মোর     হাত দ'টি হয় লীলায়িত নমস্কারের ভঙ্গিতে।।

                   সিন্ধু জলের জোয়ার সম, ছন্দ নামে অঙ্গে মম
                   রূপ হলো মোর নিরুপম তোমার প্রেমের অমৃতে।।

                   আমার আঁখির পল্লবদল উদাস অশ্রুভারে,
                  ভোরের করুণ তারার মতো কাঁপে বারেবারে।

                   আনন্দে ধীর বসুন্ধরা, হলো চপল নৃত্যপরা
                   ঝরে রঙের পাগল ঝোরা তোমার চরণ রঞ্জিতে।।

Lyrical Diary: Tumi Amay Jobe Jagao Guni | তুমি আমায় যবে জাগাও গুণী

Tumi Amay Jobe Jagao Guni | তুমি আমায় যবে জাগাও গুণী – Lyricist: Kazi Nazrul Islam, Nazrul Geeti. Bangla Song Lyrics