Tor kheyale dube thake-Lyrics

Tor kheyale dube thake:

Oshohay Song Bangla Lyrics
তোর খেয়ালে ডুবে থাকে
আমার রাত্রিদিন,
তবু কেন এই দূরত্ব
মেনে নেওয়া কঠিন।
ভুলে যাব কী করে, বলনা রে তুই
বল না আমাকে?
স্মৃতি কেন ফিরে আসে, চোখে ভাসে
কাঁদায় মনটাকে ..
আয় তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়,
আয় সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়
কী যে অস্থির লাগে
বুকে ব্যথা জাগে,
মন পুড়ে যায় বিরহের দাগে।
দেখ এই বুকের আগুন দেখ
কত জ্বলছে শিখা দেখ,
শুধু তোরই কারণে।
আয় তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়,
আয় সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়।।
আসেনা ঘুম চোখে
রাতের গল্প লেখে,
চোখ ভিজে যায় স্মৃতির অসুখে।
শোন এই হৃদয়ের কথা শোন
কত কষ্ট লুকানো,
শুধু তোরই বিহনে ..
আয় তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়,
আয় সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়।
তোর খেয়ালে ডুবে থাকে
আমার রাত্রিদিন,
তবু কেন এই দূরত্ব
মেনে নেওয়া কঠিন।
ভুলে যাব কী করে, বলনা রে তুই
বল না আমাকে?
স্মৃতি কেন ফিরে আসে, চোখে ভাসে
কাঁদায় মনটাকে ..
আয় তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়,
আয় সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়।।

Oshohay Song Bangla Lyrics
Tor kheyale dube thake
Amar raatri din
Tobu keno ei durotto
Mene newa kothin
Vule jabo ki kore bolna re tui
Bolna amake
Smriti keno phire asey chokhe vase
Kaday monta ke
Aay tui kache phire aay
Joriye rakh amay
Aay sobkichu fele aye
Toke chara ami oshohay

Lyrical Diary-

The following line from the song Tor kheyale dube thake translates to “Wait for me, my love.” The phrase communicates a sense of urgency and longing to the speaker. Tor kheyale dube thake is also used as an expression of love or affection in Marathi.

The song is a love ballad, and the lyrics talk about how someone is always in the person’s thoughts and how they want to be with them.
The literal translation of the lyrics is “While the cow is chewing cud,” which means that the speaker is content with what they have and is not looking for anything more. The song reflects a mindset of peace and tranquility, exemplified by the cow chewing its cud.

Read More