Takla Re Bangla Song-Lyrics

Takla Re (টাকলা রে) Song lyrics in Bangla

টাক টাটাক টাটাক টাক টাটাক টাটাক টাকলা রে
মেইন রোডে গিয়ে বাস্তবে
দাড়াতে গিয়ে দেখি সে যে পাশে
আমায় দেখে মুসকি হাসে
হেল্পার হবো তার মনের বাসে
খালি টান দিবো গাড়ি আমি ভ্রুম রুম
প্রেম নেশায় চোখ দুুুটি ঘুম ঘুম
এটা বৃস্টিতে দেখি সব ঝুম ঝুম
মনে প্রেমের ভিট টা বাজে বুম্বা বুম্বা বুম

গরম লাগে আমার দুপুুরে
শিহরিত তুমার নুপুরে
ঝাপ দিবো আমি প্রেমের পুকুরে
কিন্তু ডুববো না
ও মেয়ে কাছে আসো না আমায় ভালোবাসো না
এ মন টাকে এভাবে নিয়ে উড়াল দিও না
ও মেয়ে কাছে আসো না আমায় ভালোবাসো না
এ মন টাকে এভাবে নিয়ে উড়াল দিও না রে
আজ দেখা হোলো জ্যাম এর মাঝে
শাড়ি পড়া লাল চুরি হাতে
দাঁড়িয়ে আমি ঝালমুড়ি হাতে
আঁচলটা ফেঁসে গেলো রিকশার সাথে
মামা টান দিলো রিক্সাটা ব্রুম ব্রুম
তোমার চুরিতে আওয়াজ বাজে ঝুম ঝুম
তোমার হাসি দেখে হয়ে গেলাম ঘুম ঘুম
মনে প্রেমের ভিট টা বাজে বুম্বা বুম্বা বুম

গরম লাগে আমার দুপুুরে
শিহরিত তুমার নুপুরে
ঝাপ দিবো আমি প্রেমের পুকুরে
কিন্তু ডুববো না
ও মেয়ে কাছে আসো না আমায় ভালোবাসো না
এ মন টাকে এভাবে নিয়ে উড়াল দিও না
ও মেয়ে কাছে আসো না আমায় ভালোবাসো না
এ মন টাকে এভাবে নিয়ে উড়াল দিও….
ভাইয়ার বাতাসে চুল নরে না
স্টেডিয়াম টা ভরে না
ডাক্তার কবিরাজ কিছুতে কাজ করে না
দিনের পর দিন মাথা করে চক চক
দামি তেল শ্যাম্পো লাগে না তো হট শট
লাভ হবে না কিছু করে
টাকা সব গেলো উড়ে উড়ে
চুল নাই তার মাথার উপরে
শান্তি মেলে না ও
মেয়ে কাছে আসো না আমায় ভালোবাসো না

Takla re Song lyrics
Tak Tatak Tak Tatak Takla re
Main road giye busstopa
Darate giye dekhi she je pashe
Amay dekhe muchki hasshe
Helper Hobo Tar moner bus a
Khali taan dibo gari ami vruum vruum
Prem neshay chokh duti ghum ghum

Lyrical Diary-Takla Re

Bangla song Lyrics Of Takla Re is a new song from a Bangla Drama name OST of Stadium. Takla Re full lyrics (টাকলা রে লিরিক্স) in Bangla written by Sarowar Kainat Chy and G.M Ashraf. Subhro Raha has composed the music Takla re.The Drama is starred by actors like Mishu Sabbir, Ziaul Hoque Polash, Sanjana Sarkar Riya, Marzuk Russell & Chashi Alam.

The song’s lyrics are written in the form of a prayer, asking the divine to protect the couple in their relationship.

The song was composed by Anupam Roy and written by Nirupa Roy. Takla Re is a love song that tells the story of a young boy who falls in love with a girl from a faraway land.