Sohoz Manush Bangla Song- Lyrics

Sohoz Manush Lyrics In Bengali:

সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্যজ্ঞানে
পাবি রে অমূল্য নিধি
পাবি রে অমূল্য নিধি বর্তমানে
পাবি বর্তমানে
সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্যজ্ঞানে
ভজ মানুষের চরণ দু’টি
নিত্য বস্তু হবে খাঁটি
ভজ মানুষের চরণ দু’টি
নিত্য বস্তু হবে খাঁটি
মরিলে সব হবে মাটি
মরিলে সব হবে মাটি
ত্বরায় এ ভেদ লও জেনে
ত্বরায় এ ভেদ লও জেনে
সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্যজ্ঞানে
শুনি ম’লে পাবো বেহেস্তখানা
তা শুনে তো মন মানে না
শুনি ম’লে পাবো বেহেস্তখানা
তা শুনে তো মন মানে না
বাকির লোভে নগদ পাওনা
বাকির লোভে নগদ পাওনা
কে ছাড়ে এ ভুবনে
কে ছাড়ে এ ভুবনে
সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্যজ্ঞানে
সালাতুল মেরাজুন মোমেনিনা
জানতে হয় নামাজের বেনা
সালাতুল মেরাজুন মোমেনিনা
জানতে হয় নামাজের বেনা
বিশ্বাসীদের দেখাশোনা
বিশ্বাসীদের দেখাশোনা
লালন কয় এ ভুবনে
লালন কয় এ ভুবনে
সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্যজ্ঞানে
পাবি রে অমূল্য নিধি
পাবি রে অমূল্য নিধি বর্তমানে
পাবি বর্তমানে
সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্যজ্ঞানে

Sohoj Manush Lyrics bangla:
Shohoj manush voje dekh na re mon
Dibbo giyan e
Pabi re omullo nidhi bortomane
Vojo manusher choron duti
Nitto boshtu hobe khati
Morile shob hobe mati
Toray ei vedh low jene
Mole pabe behethkhana
Ta shune to mon mane ne
Bakir lobhe nogod pawna
Ke chare ei bhubone
Acchalatul merajul momenina
Jano shei namajer bena
Bisshashider dekhashuna
Lalon koy ei jibone

Lyrical Diary-Sohoz Manush

Bangla song lyrics of Sohoz Manush Lalon Bangla song lyrics. (সহজ মানুষ) Lalon song lyrics is a old hit Folk Bangla song. Sohoz Manush Bangla Song Lyrics by Lalon Shah. Later on The song Sohoz Manush vooje dekh na re mon is sung by Different singer over the world Recall One of them.

The song is about a woman in love with a man, but he does not love her back. The woman goes through many ups and downs in her relationship with the man, but she never gives upon him. Ultimately, the woman finds happiness in her own life, and she can let go of the man she loved.

The song is about a man who is in love with a woman. He yearns for her and wants to be with her forever. The song is sung from the woman’s perspective, who loves the man and wants to be with him.