Prem Tumi Bangla Song- Lyrics

Prem Tumi Angry Bird Tahsan Lyrics

আমার কল্পনা জুড়ে
যে গল্পেরা ছিলো
আড়ালে সব লুকোনো
সেই গল্পেরা সব
রঙিন হল পলকে
তোমাকে হঠাৎ পেয়ে যেন
প্রেম তুমি আসবে এভাবে
আবার হারিয়ে যাবে ভাবিনি
আজও আছে সেই পথ শুধু নেই তুমি
বলো কোথায় আছো অভিমানী?
আমার কল্পনা জুড়ে
যে গল্পেরা ছিলো
আড়ালে সব লুকোনো
সেই গল্পেরা সব
রঙিন হল পলকে
তোমাকে হঠাৎ পেয়ে যেন
প্রেম তুমি আসবে এভাবে
আবার হারিয়ে যাবে ভাবিনি
আজও আছে সেই পথ শুধু নেই তুমি
বলো কোথায় আছো অভিমানী?
অভিমানী…
সব থেকেও কি যেন নেই
তোমাকে তাই খুঁজে যাই প্রতিক্ষণে
আমার ভাল লাগা গুলো সব
তোমায় ভেবে সাঁজে রোজ রোজ এই মনে
প্রেম তুমি আসবে এভাবে
আবার হারিয়ে যাবে ভাবিনি
আজও আছে সেই পথ শুধু নেই তুমি
বলো কোথায় আছো অভিমানী?
চেয়ে থাকা দূর বহুদূর
যে পথে আজও রয়ে গেছো স্মৃতির পাতায়
এসোনা আর একটি বার
স্বপ্ন যত সাজাতে আবার শুনছ কি আমায়?
প্রেম তুমি আসবে এভাবে
আবার হারিয়ে যাবে ভাবিনি
আজও আছে সেই পথ শুধু নেই তুমি
বলো কোথায় আছো অভিমানী?
প্রেম তুমি আসবে এভাবে
আবার হারিয়ে যাবে ভাবিনি
আজও আছে সেই পথ শুধু নেই তুমি
বলো কোথায় আছো অভিমানী

Prem Tumi Tahsan Lyrics
Amar kolpona jure ze golpo ra chilo
Arale sob Lukano
sei golper sob rongin holo poloke
Tomake Hotat Peye jeno
Prem Tumi asbe evabe Abar Hariye Jabe Vabini
Ajo ache se poth shudhu Nei Tumi
Bolbo kothay acho ovimani…
Sob Thekeo Ki jeno nei
Tomake tai Khuje zai Proti khone
Amar Val laga golo sob,
Tomay Vebe saje roj roj ei mone
Ceye Thaka Dur Bohudur
ze pothe ajo roye geche smmritir patai,
Aso na ekti Bar,
shopno zot sajate abar sunco ki amay
Prem Tumi asbe evabe
Amar kolpona jure ze golpo ra chilo
Arale sob Lukano
sei golper sob rongin holo poloke
Tomake Hotat Peye zeno

Lyrical Diary-Prem Tumi Bangla song

Prem Tumi Bangla song is sung by Tahsan Khan. This song Lyrics are written by Anwar hossain Ador. Prem Tumi (প্রেম তুমি) is from the Bangla Natok “Angry Birds” starred by Tahsan and Trisha. Bangla song is composed and tuned by Sajid Sarkar. Label : Cd Choice, Director : Mizanur Rahman Aryan.