Pajorer Vanga Hawa Bangla Song- Lyrics

Pajorer Vanga Haowa Tahsan Bengali Lyrics

আদিম অকৃত্রিম বর্ণমালা সে জানে
ক্ষণিকের পরিচয়ে ছন্দপতনে প্রাণে
পাজরের সেই হাড় হঠাৎ ব্যাথায় কাতর
সে যে ছুটে যায় ঐ হৃদয়ের বাম প্রকোষ্ঠে
ভারসাম্যহীন রুগ্ন কাতর আমি আজ
ভীত সন্ত্রস্থ ঐ আদি মানবী দেখে
স্বর্গ যদি হয় অচেনা অপ্সরীদের আসর
চাইনা আমি স্বর্গ, আমি তোমার স্পর্শ চাই
মিথ্যে অভিনয় ঠুনকো বাঁধা বিদ্রুপ উপদেশ
পারবে না কিছুতে থামাতে রাশিতে লেখা এ প্রেম
তুমি জানো আমি তোমার
তুমি জানো আমি তোমার
তুমি আমার সেই পাজরের ভাঙ্গা হাওয়া
অপ্সরী আমি দেখিনি গল্প শুনেছি অনেক
বর্ণনা সে যে ফিকে তোমার আদিম ইশারায়
আদি মানবী কি ছলনা নাকি প্রকোষ্ঠ বন্ধনী!
আমি জেনেছি করে হেয়ালি
আমি দীপ্র সে আমারই
ভারসাম্যহীন রুগ্ন কাতর আমি আজ
ভীত সন্ত্রস্ত আদি মানবী দেখে
স্বর্গ যদি হয় অচেনা অপ্সরীদের আসর
চাইনা আমি স্বর্গ, আমি তোমার স্পর্শ চাই
মিথ্যে অভিনয় ঠুনকো বাঁধা বিদ্রুপ উপদেশ
পারবে না কিছুতে থামাতে রাশিতে লেখা এ প্রেম
তুমি জানো আমি তোমার
তুমি জানো আমি তোমার
তুমি আমার সেই পাঁজরের ভাঙ্গা হাওয়া
স্বর্গ যদি হয় অচেনা অপ্সরীদের আসর
চাইনা আমি স্বর্গ, আমি তোমার স্পর্শ চাই
মিথ্যে অভিনয় ঠুনকো বাঁধা বিদ্রুপ উপদেশ
পারবে না কিছুতে থামাতে রাশিতে লেখা এ প্রেম
তুমি জানো আমি তোমার
তুমি জানো আমি তোমার
তুমি আমার সেই পাঁজরের ভাঙ্গা হাওয়া

Pajorer Vanga Haowa Tahsan Lyrics
Pajorer Vanga Haowa
Adim okritrim bornomala se jane
khoniker poricoye
chondopoton e prane
pajorer sei har hothat bethay kator
se je chute jay
oi hridoyer bam prokoshthe.
vito sontrosto oi adimanobi dekhe.
caina ami sorgo,
ami tomar sporsho cai
miththye ovinoy,
thunko badha bidrup oder
parbe na kichu thamate,
rashite lekha e prem
tumi jano ami tomar,
tumi jano ami tomar
tumi amar sei pajorer vanga haowa.
bornona se je fike tomar adim isharay
adimanobi ki cholona,
naki prokoshtho bondhoni?
ami jenechi kore heyali,
ami dipro se amaroi.
varsammyohin rugno kator ami aj
sorgo jodi hoy ocena opsorider asor
opsori ami dekhini golpo shunechi onek

Lyrical Diary-Pajorer Vanga Hawa

Pajorer Vanga Hawa Bangla song is sung by Tahsan Khan. Song Lyrics are written by Tahsan. Pajorer Vanga Haowa (পাঁজরের ভাঙ্গা হাওয়া) is from the Bangla Natok Roder Opekkha, starred by Mosharof karim and Tasnia Farin Directed by Mahmudur rahman. Pajorer Vanga Haowa Bangla song is composed and tuned by Tahsan Khan.

The song reflects the plight of a pajorer, who has toiled all day long in the sun and rain. Despite his hard work, he remains poor and homeless. The lyrics are often poignant and express the pajorer’s longing for a better life.

Pajorer Vanga Hawa Tahsan Bengali lyrics are about the story of a woman who is struggling to make ends meet. She spends her days looking for work, but no one will hire her because she is not dressed properly. One day, she meets a pajorer who tells her that she can make a lot of money by selling water from his jug. She starts selling water and quickly becomes successful.