Onuvobe Tumi Bangla Song -Lyrics

Onuvobe Tumi Bangla song lyrics

কত রাত হলো, সকাল দেখি না
তোমার হাতে ঐ হাত রাখি না
কত রাত গেলো, জোছনা মাখি না
এ হৃদয়ে জুড়ে রাখি না
অনুভবে তুমি তবু মিশে যে আছো
এ কী গভীর মায়ায়, তোমারই ছায়ায়
সারাটি জীবন বুঝি কেটে যাবে
তোমারই ছায়ায়, স্মৃতির পাতায়
তুমি আসবে না, জানি আসবে না
যতই ভাবি ভাসাবো হৃদয়
জোছনা মাখা ছবি
তোমারই মাঝে জমে আমি রই
একাকী গভীর রাতে
অনুভবে তুমি তবু মিশে যে আছো
এ কী গভীর মায়ায়, তোমারই ছায়ায়
সারাটি জীবন বুঝি কেটে যাবে
তোমারই ছায়ায়, স্মৃতির পাতায়
তুমি আসবে না, জানি আসবে না
মনের প্রতিটা ভাঁজে ভাঁজে
আজও তোমার ছবিটা আঁকা
খুব যতনে রাত্রি এ চোখে নামায় বর্ষা
অনুভবে তুমি তবু মিশে যে আছো
এ কী গভীর মায়ায়, তোমারই ছায়ায়
সারাটি জীবন বুঝি কেটে যাবে
তোমারই ছায়ায়, স্মৃতির পাতায়
তুমি আসবে না, জানি আসবে না
অনুভবে তুমি তবু মিশে যে আছো
এ কী গভীর মায়ায়, তোমারই ছায়ায়
সারাটি জীবন বুঝি কেটে যাবে
তোমারই ছায়ায়, স্মৃতির পাতায়
তুমি আসবে না, জানি আসবে না

Onuvobe Tumi Tahsan lyrics
koto raat holo
Sokal dekhi na,
Tomar hate oi hat rakhi na,
koto raat gelo jochona makhi na,
e hridoy jure rakhi na
onuvobe tumi
Tobu mise j acho eki govir mayay
Tomari chayay,
Sarati jibon bujhi kete jabe
Tomare chayay
sritir patay,
Tumi asbena jani asbe na
jotoe vabi
vasabo hridoy jochna makha srote,
Tomare majhe jome ami roi ekaki govir rate
Moner protita vaje vaje ajo tomar chobita aka,
khub jotone ratri chokhe namay borsha
onuvobe tumi
Tobu mise j acho eki govir mayay
Tomari chayay,
Sarati jibon bujhi kete jabe
Tomare chayay
sritir patay,
Tumi asbena jani asbe na(M2)

Lyrical Diary-Onuvobe Tumi

Onuvobe Tumi song is sung by Tahsan khan and Puja . অনুভবে তুমি- Bangla song lyrics are written by Faisal Rabbikin. The Onuvobe Tumi Tobu mise j acho song is composed and tuned by Tahsan khan.

Bangla’s song lyrics Onuvobe Tumi deal with the various emotions and experiences that a person goes through in their life. The lyrics are written in a poetic and often lyrical form and often deal with the challenges and struggles. They can be seen as a reflection of the author’s own life experiences and can often provide advice on dealing with difficult situations.

The song tells the story of a young man in love with a woman who does not love him back. The song has been praised for its beautiful lyrics and easy to listen to the melody.