Moner Manush Lalon Band Lyrics:
ভুলে মায়া ছেড়েছি ঘর
খুঁজে পেতে হবে আমার
মনের মানুষ আছে লুকিয়ে ভবে
আছে লুকিয়ে ভবে
ভুলে মায়া ছেড়েছি ঘর
খুঁজে পেতে হবে আমার
মনের মানুষ আছে লুকিয়ে ভবে
আছে লুকিয়ে ভবে
যার সাথে মোর লেনাদেনা
হৃদয় কোণে আনাগোনা
মনও নদীর জোয়ার ভাটায়
সেই তো সুজন নাইয়া
যার সাথে মোর লেনাদেনা
হৃদয় কোণে আনাগোনা
মনও নদীর জোয়ার ভাটায়
সেই তো সুজন নাইয়া
ভুলে মায়া ছেড়েছি ঘর
খুঁজে পেতে হবে আমার
মনের মানুষ আছে লুকিয়ে ভবে
আছে লুকিয়ে ভবে
দুচোখে মোর যারি ছায়া
সেই তো আবার চোখ বুঝিলে
অনন্ত সেই আঁধার পথে
আমায় নেবে খুঁইজা
দুচোখে মোর যারি ছায়া
সেই তো আবার চোখ বুঝিলে
অনন্ত সেই আঁধার পথে
আমায় নেবে খুঁইজা
ভুলে মায়া ছেড়েছি ঘর
খুঁজে পেতে হবে আমার
মনের মানুষ আছে লুকিয়ে ভবে
আছে লুকিয়ে ভবে
ভুলে মায়া ছেড়েছি ঘর
খুঁজে পেতে হবে আমার
মনের মানুষ আছে লুকিয়ে ভবে
আছে লুকিয়ে ভবে
Moner Manush Lalon Lyrics
Vule maya shereshi ghor
Khuje pete hobe amar
Moner manush ashe lukiye vobe.
Jar sathe mor lenadena
Hridoy kule anagona
Mono nodir joyar vatay
sei to sujon naiya.
du chokhe mor jari shaya
Sei to abar chokh bujhile
Ontore sei adhar pothe
Amay nebe khuija
Vule maya shereshi ghor
Khuje pete hobe amar
Moner manush ashe lukiye vobe.
jar sathe mor lenadena
Hridoy kule anagona
Mono nodir joyar vatay
Sei to sujon naiya
Lyrical Diary-Moner Manush
Bangla song lyrics of (মনের মানুষ) Lalon song lyrics a old hit Folk Bangla song. Moner Manush Bangla Song Lyrics by Lalon Shah. The song is sung by Nigar Sultana Sumi, Music Label & Movie Studio RTV.
Lalon fakir Bangla Song is an old folk song from the Sylhet region of Bangladesh. It tells the story of a fakir cursed by a magician who must travel the world to find a cure for his curse. The song is often sung as a humorous ballad, and its lyrics are often cleverly rhymed.
Lalon fakir Bangla Song (also known as the “Fakir of Monipur”) is a popular Bangladeshi folk song. The song is about a moner manush or fakir who travels through the country singing and dancing. The lyrics are in Bangla.