Koto dur Bangla Song – Lyrics

Koto dur Song By Tahsan Lyrics
ওই দূরের আকাশ আজ রঙ্গিন হলো
বদলে যাওয়া নিয়মে,
তাই বদলে গেছে সব ইচ্ছেগুলো
সঙ্গী করে তোমাকে।

দেখো উড়ছে দূরে কত রঙ্গিন ঘুড়ি
উড়তে থাকা মিছিলে,
আর দেখছি তোমায় দু’চোখ জুড়ে
বন্দী তোমার মায়াতে।

কত দূর, কত পথ
একা একা ছুটে যাওয়া,
দিন শেষে পথের বাঁকে
অবাক হয়ে খুঁজে পাওয়া..
তোমাকে।
ঘুম ভেঙ্গে ওঠা
ভোরের উদাস হাওয়া,
চোখ মেলে তাকিয়ে।
ডানা মেলে ওড়া
স্মৃতির ঘরে ফেরা,
তোমায় জুড়ে হারিয়ে..
কতদূর, কত পথ
একা একা ছুটে যাওয়া,
দিন শেষে পথের বাঁকে
অবাক হয়ে খুঁজে পাওয়া ..
তোমাকে।
অনেক অবুঝ চাওয়া,
তোমায় ফিরে পাওয়া,
আঁধার কোথায় পালিয়ে।
মনের গহীন দ্বারে,
সময় কড়া নাড়ে,
আছো তুমি পাশে দাঁড়িয়ে..
কতদূর, কত পথ
একা একা ছুটে যাওয়া,
দিন শেষে পথের বাঁকে
অবাক হয়ে খুঁজে পাওয়া ..
তোমাকে।

Koto dur By Tahsan Lyrics
Oi durer akash
aj rongin holo bodle jawar

Niyome
Tai bodle gecehe sob
Iccha gulo songi kore tumake
Dekho urche dure koto roongin
Ghuri Urte Thaka Michile
Aar dekheci tumay Du’cokh
Jure bondi Tumar Mayate
Koto Dur
Kot Poth eka eka Chute Jawa

Din shese Pother Bake Obak
Hoye khuje pawa…
Tumake ghum Otha
vorer Udash Hawa Cokhe
Mele takiyeDana mele ora
sritir ghore fera tumay
jure hariye
Koto dur koto poth
eka eka chute jawa
Din seshe pother bake obak
Hoye khuje pawa.. Tumake
Onek Obujh cawa Tumay
Moner gohin dare somoy kora nare
Acho Tumi pashe

Lyrical Diary-Koto dur

Bangla song lyric Presents Tahsan Khan Song lyrics song name are koto dur lyrics are written by minar tune and music composed by Sajid sarkar.

This song, also known as Tahsan Bangla, is a beautiful love song. The song is about a young man who yearns for his beloved, and expresses his longing for her in eloquent words. The lyrics are filled with passion and emotion, and convey the sender’s deep love for the recipient.