Keno Koribo Jonmo Niyontron | কেন করিব জন্ম নিয়ন্ত্রণ কর্তার ইচ্ছা কর্ম চলে

Keno Koribo Jonmo Niyontron | কেন করিব জন্ম নিয়ন্ত্রণ কর্তার ইচ্ছা কর্ম চলে

Bangla Folk Songs , Bangla Folk Song Lyrics, Bangla Songs


কেন করিব জন্ম নিয়ন্ত্রণ
কর্তার ইচ্ছা কর্ম চলে
তার ইচ্ছায় জন্ম-মরণ ॥

সৃষ্টি যাহার পালন তাহার
সবারে যোগাবে আহার
তার উপরে ক্ষমতা কার
কী করতে পারে কোনজন ॥

আকাশ পাতাল বসুন্ধরা
চন্দ্রসূর্য গ্রহতারা
তার ইচ্ছায় সমস্ত গড়া
সে নিজেই জীবের জীবন ॥

দুটি সন্তান জন্মের পরে
স্ত্রীকে যদি বন্ধ্যা করে
দুটি সন্তান যদি মরে
কে করতে পারবে পূরণ ॥

শিক্ষা দীক্ষা খাওয়া পরার
জীবনের নিরাপত্তার
দায়িত্বে যে আছে আমার
চলব তার ইচ্ছা মতন ॥

এই সৃষ্টি-জগৎ আসলে
নিয়তির বিধানে বলে
শুদ্ধ জ্ঞান বিবেকের বলে
ভেবে দেখো ওরে মন ॥

বাউল আবদুল করিমে গায়
বিবেকহীন লোভ লালসায়
কত রঙ দেখালো আমায়
ভাবি তাহা অনুক্ষণ ॥

………………………
শাহ আব্দুল করিম

Lyrical Diary: Keno Koribo Jonmo Niyontron | কেন করিব জন্ম নিয়ন্ত্রণ কর্তার ইচ্ছা কর্ম চলে

Keno Koribo Jonmo Niyontron | কেন করিব জন্ম নিয়ন্ত্রণ কর্তার ইচ্ছা কর্ম চলে – Bangla Folk Songs, Bangla Folk Song Lyrics, Bangla Songs.