Gorob Mom horechha | গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ

Gorob Mom horechha | গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ

Rabindra Sangeet, Rabindra Sangeet Lyrics, Bangla Song Lyrics


গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ।

      কেমন মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥

তোমারে আমি পেয়েছি বলি মনে মনে যে মনেরে ছলি,

      ধরা পড়িনু সংসারেতে করিতে তব কাজ।

      কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥

জানি নে, নাথ, আমার ঘরে ঠাঁই কোথা যে তোমারি তরে–

      নিজেরে তব চরণ'পরে সঁপি নি রাজরাজ!

তোমারে চেয়ে দিবসযামী আমারি পানে তাকাই আমি–

      তোমারে চোখে দেখি নে, স্বামী, তব মহিমামাঝ।

      কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥

Lyrical Diary: Gorob Mom horechha | গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ

Gorob Mom horechha | গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ – Lyricist: Rabindranath Tagore, Rabindra Sangeet. Rabindra Sangeet Lyrics