Ekdin tumi amar hobe :
Ekdin Tahsan Song Lyrics
একদিন তুমি আমার হবে
সেইদিন আর স্বপ্ন দেখবো না
একদিন আমি তোমার হবো
সেইদিন আর কষ্ট থাকবে না
একদিন ওই ছাদ খোলা গাড়িতে
তোমার পাশে বসে
অচেনা কোন শহরে পথ হারাবো
একদিন ওই জলো প্রপাতে
তুমি আমার কলে
চোখে চোখ রেখে হারিয়ে যাব
পদ্মফুলা আসনে
একদিন ওই বরফহিন হয়ে
গুটি ছুটি হয়ে
একই চাদরে দুজন মনে
প্রেমের সিংহাসনে
একদিন তুমি আমার হবে
সেই দিন আর স্বপ্ন দেখবো না
একদিন আমি তোমার হবো
সেইদিন আর কষ্ট থাকবে না
একদিন যত সুব্দ বাসনা তোমার কানে কানে
নিঃসঙ্কোচ দুষ্টু কল্পনা থাকবেনা অগোচরে
একদিন ওই শান্ত সৈকতে সূর্য ডুবে গেলে
গান শোনাবো লাজুক বিড়াল তাকে
নাচবে সে আনমনে
একদিন আর স্বপ্ন দেখবো না
তুমি আমার কাছে
সেই একদিন একটু একটু করে
আমার কাছে আসে
একদিন ওই ছাদ খোলা গাড়ি তে
তোমার পাশে বসে
অচেনা কোন শহরে পথ হারাবো,
একদিন ওই জল প্রপাতে
তুমি আমার কলে
চোখে চোখ রেখে হারিয়ে যাব
পদ্মফুলা আসনে
Ekdin Lyrics By Tahsan Khan
Ekdin tumi amar hobe
Seidin ar sopno dekhbo na
Ekdin ami tomar hobo
Seidin ar kosto thakbe na
Ekdin oi sad dhoka garite
Tomar pase bose
Ochena kon sohore poth harabe
Ekdin oi jolo propate
Tumi amar kole
Chokhe chokh dekhe hariye jabo
Poddofula asone
Lyrical Diary-
The lyrics of the song “Ekdin tumi amar hobe” are about a romantic relationship going through tough times. The speaker is trying to reassure their partner that they still love them, even though things seem to be getting harder. The lyrics use complex academic jargon to describe the different stages of a relationship and how they can go through difficult times.
The song’s lyrics Ekdin Tumi Amar Hobe convey the sentiment of a young man whose love interest has been rejected. He expresses his sadness and regret over the situation and asks for her forgiveness.