Ek Polok Dekhte chai Bangla Songs- Lyrics

Ek Polok Dekhte chai Songs Lyrics in Bengali:

এক পলক দেখতে চাই
কেনো তুমি কাছে নাই
মন ছুটে চলে তোমাতে
কেনো তুমি হারালে…
ফিরে আসোনা এ বুকে
এক ঝড়ো হাওয়া হয়ে
এ শুন্য হৃদয় টাকে দাও ভরিয়ে।।

ও রাত ভর দিন যায় যে চলে
তবু পাইনা তোমায় খুজে
বলে যাও একবার এই আমায়
ভালো বেসেছিলে। ।

মন চলে যায় অজানায়
সেথা খুজি শুধু তোমায়
আলো আধারের খেলায়
হারালে কোথায়?? (২)

ও রাত ভর দিন যায় যে চলে
তবু পাইনা তোমায় খুজে
বলে যাও একবার এই আমায়
ভালো বেসেছিলে। ।

ছিলে তুমি ভোরের ডাকে
রাতের জোছনার ফাকে
স্বপ্ন মাঝে নির্ঘুম রাতে
সে সুরের ডাকে।।(২)

ও রাত ভর দিন যায় যে চলে
তবু পাইনা তোমায় খুজে
বলে যাও একবার এই আমায়
ভালো বেসেছিলে। ।

কেনো তুমি কাছে নাই
মন ছুটে চলে তোমাতে
কেনো তুমি হারালে…
ফিরে আসোনা এ বুকে
এক ঝড়ো হাওয়া হয়ে
এ শুন্য হৃদয় টাকে দাও ভরিয়ে।।

ও রাত ভর দিন যায় যে চলে
তবু পাইনা তোমায় খুজে
বলে যাও একবার এই আমায়
ভালো বেসেছিলে

Ek polok dekhte chai
keno tumi kache nai
mon chute chole tomate
keno tumi harale…
phire ashona a buke
ak jhoro hawa hoye
a shunno hridoy ta k dao bhoriye…

o raat vor din jay j chole
tobu payna tomay khuje
bole jaw ekbar ae amay
bhalo beshe chile

mon chole jay ojanay
shetha khuji shudhu tomay
alo adharer khelay
harale kothay??

o raat vor din jay j chole
tobu payna tomay khuje
bole jaw ekbar ae amay
bhalo beshe chile

Lyrical Diary-Ek Polok Dekhte chai

Bangla song lyric-Ek Polok Dekhte chai Songs Lyrics, Presents Hridoy khan Bangla song lyrics, Song Title:Ek Polok, Artist: Hridoy khan
Album:Hridoy mix 2

“Ek Polok Dekhte Chai,” the following lyrics are from a Bengali song. This song is about a young man in love with a girl. He is asking her to look at him once, just once. The lyrics are poetic and express the young man’s feelings for the girl.

The song discusses the various aspects of love and its complexities. The lyrics highlight the feelings of happiness, excitement, and anticipation that come with new love and the fear of losing that love. The song also reflects on the power of love to overcome any obstacle.