Eidujjohar Chand Hase Oi | ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ এলো আবার দুস্‌রা ঈদ

Print Friendly, PDF & Email

Eidujjohar Chand Hase Oi | ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ এলো আবার দুস্‌রা ঈদ

Nazrul Geeti, Bangla Song Lyrics

ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ এলো আবার দুস্‌রা ঈদ।
কোর্‌বানি দে কোর্‌বানি দে শোন্ খোদার ফর্‌মান তাকিদ॥
এমনি দিনে কোর্‌বানি দেন পুত্রে হজরত ইব্‌রাহীম,
তেম্‌নি তোরা খোদার রাহে আয় রে হবি কে শহীদ্॥
মনের মাঝে পশু যে তোর আজকে তা’রে কর্ জবেহ্,
পুল্‌সেরাতের পুল হ’তে পার নিয়ে রাখ্ আগাম রসিদ্॥
গলায় গলায় মিল্‌রে সবে ভুলে যা ঘরোয়া বিবাদ,
মিলনের ঈদগাহ্ গড়ে তোল্ প্রাণ দিয়ে তার তোল্ বুনিয়াদ॥
মিলনের আর্‌ফাত ময়দান হোক আজি গ্রামে গ্রামে,
হজের অধিক পাবি সওয়াব এক হ’লে সব মুসলিমে।
বাজবে আবার নূতন ক’রে দ্বীনি ডঙ্কা, হয় উমীদ্॥
ইসমাইলের মতন যদি কোরবানি পারিস হতে
দেখব আবার তোদের মাঝে দিশারি মুসা, খালিদ॥

Lyrical Diary: Eidujjohar Chand Hase Oi | ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ এলো আবার দুস্‌রা ঈদ

Eidujjohar Chand Hase Oi | ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ এলো আবার দুস্‌রা ঈদ – Lyricist: Kazi Nazrul Islam, Nazrul Geeti. Bangla Song Lyrics