Din Gelo Bangla Song-Lyrics

Din Gelo Song Lyrics in Bengali:
দিন গেলো তোমার পথ চাহিয়া
মন পোড়ে সখি গো কার লাগিয়া।
সহেনা যাতনা তোমার আশায় বসিয়া,
মানেনা কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া।
পুড়ি আমি আগুনে, ও ও ও..
দিন গেল তোমার পথ চাহিয়া।
যার লাগি তরী বেয়ে যাই
জীবন গতি সেই জনা কি রেখেছে খবর?
কার তরে গান গেয়ে যাই, অচেনা সুরে
বুঝিনা কে বা আপন কে বা পর।
যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়।
ও যারে হায় এই মন চায়
জীবনে পাবো কি তার দেখা।
সহেনা যাতনা তোমার আশায় বসিয়া,
মানেনা কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া।
পুড়ি আমি আগুনে, ও ও ও..
দিন গেল তোমার পথ চাহিয়া।
যারে ভাবি প্রতি রাতে
আর ইশারাতে
তোমারে খুঁজে যাই স্বপনে।
আশার পথ চেয়ে রই
প্রতিটি প্রহর
কখনো বা শ্রাবণ আনমনে।
যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়।
ও যারে হায় এই মন চায়
জীবনে পাবো কি তার দেখা।
সহেনা যাতনা তোমার আশায় বসিয়া,
মানেনা কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া।
পুড়ি আমি আগুনে, ও ও ও..
দিন গেল তোমার পথ চাহিয়া।
দিন গেলো তোমার পথ চাহিয়া
মন পোড়ে সখি গো কার লাগিয়া।
সহেনা যাতনা তোমার আশায় বসিয়া,
মানেনা কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া।
পুড়ি আমি আগুনে, ও ও ও..
দিন গেল তোমার পথ চাহিয়া।

Lyrical Diary-

Din gelo দিন গেলো

Din gelo song lyrics Habib
tumar potho chahiya
Mon pure shokhigo kar lagiya
Shohe na jatona tumaro ashay boshiya
Manena Kicuhtey mon amar jay jeey kaadiya
Puri ami agune oOhh
Din gelo tumar potho chahiya

Jaar laagi tori beye jai
Jibon gotir shei jona ki rekchey khobor
Kaar tore gaan geye jai
Ochena shure buji na keba aapon keba por
Jaar kotha kotha mon bhebe jay
Jaar chobi mon dekhe jai
Jare haay mone chay
Jibone pabo ki taar dekha
Shohe na jatona tumaro ashay boshiya
Manena Kicuhtey mon amar jay jeey kaadiya
Puri ami agune oOhh
Din gelo tumar potho chahiya
Jaare bhabi proti raate
Aaar isharatey tumare khuje jaai shopone
Aashar potho cheye roi
Protiti prohor khoknoba srabon aanmone
Jaar kotha kotha mon bhebe jay
Jaar chobi mon dekhe jai
Jare haay mone chay
Jibone pabo ki taar dekha
Shohe na jatona tumaro ashay boshiya
Manena Kicuhtey mon amar jay jeey kaadiya
Puri ami agune oOhh
Din gelo tumar potho chahiya
Din gelo
tumar potho chahiya
Mon pure shokhigo kar lagiya
Shohe na jatona tumaro ashay boshiya
Manena Kicuhtey mon amar jay jeey kaadiya
Puri ami agune oOhh
Din gelo tumar potho chahiya

Lyrical Diary-Din Gelo

Bangla song lyric,Presents a awesome Bangla song lyrics, Song Title: Din Gelo, Artist: HabibWahid, Album:Moina Go

The Bengali lyrics of the song “Din Gelo” discuss the ephemerality of life and the inevitability of death. The lyrics encourage the listener to make the most of life, as it is short and transient. The song also reflects on the sadness of death, as it represents the end of life’s journey.

The Bengali lyrics of the song seem to be about the speaker’s longing for the departed lover. They describe how the days without the lover feel like an eternity and how the speaker misses them dearly. The lyrics also hint at the possibility of a reunion in the afterlife.