Dhulo Song-Lyrics

Dhulo by tahsan lyrics in Bengali:

মরিচীকাগুলো হারিয়ে গেছে
সবকটা জানালার শির কেটে গেছে
তবু হয়নি দেখা চোখটা খুলে
আমার এ মন খোঁজে প্রকৃতি
আমার শিরায় ছন্দ খুঁজি
আমার প্রয়োজন উষ্ণতার
আমার প্রয়োজন তুমি
তোমার আমার অপূর্ণতা
ফেলে আসা স্রোতের পেলবতা
শুকিয়ে যাওয়া ঐ ক্রন্দন অসারতা
তুমি কোথায়, আমি কোথায়
বিপ্রতীপ কোণে
ধূলো, শুধু ধূলো
ধূলোমাখা এ জীবনে
এ জীবনে
এ জীবনে
মরিচীকাগুলো হারিয়ে গেছে
সবকটা জানালার শির কেটে গেছে
তবু হয়নি দেখা চোখটা খুলে
আমার এ মন খোঁজে প্রকৃতি
আমার শিরায় ছন্দ খুঁজি
আমার প্রয়োজন উষ্ণতার
আমার প্রয়োজন তুমি
তোমার আমার অপূর্ণতা
ফেলে আসা স্রোতের পেলবতা
শুকিয়ে যাওয়া ঐ ক্রন্দন অসারতা
তুমি কোথায়, আমি কোথায়
বিপ্রতীপ কোণে
ধূলো, শুধু ধূলো
ধূলোমাখা এ জীবনে

Dhulo by Tahsan Lyrics
Morichika Gulo hariye geche
Sob kota janalr sidh kete geche
Tobu hoy ni Dekha Cokh Ta Khule
Amar a Mon Khoje pokriti
Amar shirai Chondo khuji
Amar proyojon usshnotar
Amar proyojon tumi
Tomar amar opurnota
Fele asha sroter pelobota
Shukiye zaoya oi kondon osharota
Tumi kothay?Ami kothay?
Bripotip kone
Dhulo …shudhu dhulu ..
Dhulomakha ei jibon
Tumi kothay?
Ami kothay?
Bripotip kone
Dhulo …shudhu dhulu ..
Dhulomakha ei jibon

Lyrical Diary-Dhulo

The song is a love story between two people who are not meant to be together. The lyrics talk about the protagonist’s sadness and how he misses the girl he loves.

Hello by than lyrics in Bengali is an emotional song written and composed by Tahsan. The song narrates the story of a young man who is in love with a girl, but she loves someone else. The young man despairs the situation and eventually commits suicide.
The lyrics of Dhulo then explore the emotions that the protagonist experiences during the song.