Chuye Dao Amay Bangla Song-Lyrics

Chuye Dao Amay-Hridoy Khan Songs Lyrics in Bengali:
দৃষ্টির সীমানায় মনের জানালায়
দৃষ্টির সীমানায় মনের জানালায়
স্বপ্নের আঙ্গিনায় কেবলই তুমি হায়
ছুঁয়ে দাও আমায় ভালোবাসায়
হারিয়ে যাবো চলো দূর অজানায়
ছুঁয়ে দাও আমায় ভালোবাসায়
হারিয়ে যাবো চলো দূর অজানায় (আহা)
ঝিঁকিমিঁকি তারা জ্বলা রাতেরই ইশারায়
তোমার দুচোখে স্বপ্ন এঁকে দেই
চাঁদ ঝরা জোছনারা কানে কানে বলে যায়
কোথাও তোমার তুলনা যে নেই
ছুঁয়ে দাও আমায় ভালোবাসায়
হারিয়ে যাবো চলো দূর অজানায়
ছুঁয়ে দাও আমায় ভালোবাসায়
হারিয়ে যাবো চলো দূর অজানায় (আহা)
রং ধনুর সাত রঙ্গা কল্পনারই ছোঁয়ায়
তোমায় তোমাকেই ফিরে ফিরে চায়
ভাবনারা দিশেহারা আনমনা দূর আশায়
তোমায় যদি কখনো হারায়
ছুঁয়ে দাও আমায় ভালোবাসায়
হারিয়ে যাবো চলো দূর অজানায়
ছুঁয়ে দাও আমায় ভালোবাসায়
হারিয়ে যাবো চলো দূর অজানায় (আহা)
দৃষ্টির সীমানায় মনের

Chuye Dao Amay Hridoy Khan Lyrics
dristir shimanay
moner janalay
shopner anginay
ke boli tumi hay

chuye dao amay, valobashay
hariye jabo cholo, dur ojanay -m2

jhikimiki tara jola raatrir isharay
tomar du chokhe shopno eke dei
chand jhora jochonara kane kane bole jay
kothay tomar tulona je nei

chuye dao amay, valobashay
hariye jabo cholo, dur ojanay -m2

rongdhonu shat ranga kolponari choyay
tomar tomake phire phire chai
bhabnara dhishehara anmona dur ashay
tomay jodi kokhono harai

chuye dao amay, valobashay
hariye jabo cholo, dur ojanay -m2

Lyrical Diary-C

Bangla song lyric Presents Hridoy khan bangla song lyrics, Artist: Hridoy khan,Album:Bolna

Hridoy Khan is a Bangladeshi singer and songwriter. His songs are written in Bengali, and many of them focus on social and political issues. His lyrics are complex and heavily influenced by poetry, and they often explore the themes of love, loss, and nostalgia. Khan’s music is popular among young people in Bangladesh, and he has won several awards for his work.

The lyrics of Hridoy Khan’s songs are written in Bengali. They typically explore themes of love and loss and often use complex imagery to express these feelings.