Bhule Jeo Sedin Jadi Mone Pore Amay | ভুলে যেয়ো, ভুলে যেয়ো সেদিন যদি পড়ে আমায় মনে

Bhule Jeo Sedin Jadi Mone Pore Amay | ভুলে যেয়ো, ভুলে যেয়ো সেদিন যদি পড়ে আমায় মনে

Nazrul Geeti, Bangla Song Lyrics

ভুলে যেয়ো, ভুলে যেয়ো সেদিন যদি পড়ে আমায় মনে
যবে চৈতী বাতাস উদাস হয়ে ফিরবে বকুল বনে॥
তোমার মুখের জোছনা নিয়ে
উঠবে যে চাঁদ ঝিলমিলিয়ে,
হেনার সুবাস ফেলবে নিশাস তোমার বাতায়নে॥
শুনবে যেন অনেক দূরে
ক্নান্ত বাঁশির করুণ সুরে —
বিদায় নেওয়া কোন বিরহীর কানে কাঁদে নিরজনে॥

Lyrical Diary: Bhule Jeo Sedin Jadi Mone Pore Amay | ভুলে যেয়ো, ভুলে যেয়ো সেদিন যদি পড়ে আমায় মনে

Bhule Jeo Sedin Jadi Mone Pore Amay | ভুলে যেয়ো, ভুলে যেয়ো সেদিন যদি পড়ে আমায় মনে – Lyricist: Kazi Nazrul Islam, Nazrul Geeti. Bangla Song Lyrics