Bangladesh Tomari Jonno Bangla Song- Lyrics

Bangladesh Tomari Jonno Lyrics
আমার আছে বাহান্ন
আমার আছে একাত্তর
আমার আছে বাংলাদেশ
আমার আছে নবান্ন
আমার আছে মাটির সুর
আমার আছে বাংলাদেশ
আমার চোখে বিজয়ের-ই স্বপ্ন মাখা
আমার হাতে লাল সবুজের পতাকা
জন্মেছি এখানে আমি, হয়েছি তাই ধন্য
বাংলাদেশ তোমারই জন্য
জন্মেছি এখানে আমি, হয়েছি তাই ধন্য
বাংলাদেশ তোমারই জন্য
হাওয়া এসে যায় ছুঁয়ে ধানের-ই খেতে
মন চায় বারেবারে হারিয়ে যেতে
মেঠো বাউলের চেনা গানে এই প্রানে
যে ছবি আছে আঁকা
আমার চোখে বিজয়েরি স্বপ্ন মাখা
আমার হাতে লাল সবুজের পতাকা
জন্মেছি এখানে আমি, হয়েছি তাই ধন্য
বাংলাদেশ তোমারই জন্য
জন্মেছি এখানে আমি, হয়েছি তাই ধন্য
বাংলাদেশ তোমারই জন্য
হুম, দেখি চেয়ে অপরুপা আমারি দেশে
বহু পথ ঘুরে নদী সাগরে মেশে
ভোরেরো শিশির ছুঁয়ে ছুঁয়ে এই পায়ে
দেয় শুধু ভাললাগা
আমার চোখে বিজয়ের-ই স্বপ্ন মাখা
আমার হাতে লাল সবুজের পতাকা

BANGLADESH TOMARI JONNO LYRICS
Amar ache ’52
Amar Ache 71
Amar Ache Bangladesh
Amar Ache Nobanno
Amar ache Matir Shur
Amar ache Bangladesh
Amar Cokhe Bijoyer shopno Aka
Jonmechi ami ekhane
Tai hoyechi Dhonno
Bangladesh Tomar e jonno
Jonmechi Bangladesh
Tomar e jonno

Lyrical Diary-Bangladesh Tomari Jonno

This Song is dedicated to the freedom fighter of Bangladesh . On the day of victory #16December 1971. Bangladesh Tomari Jonno song is sung by Hridoy khan. Song lyrics of Bangladesh Tomari Jonno are written by kabir Bakul. Music composed by Hridoy Khan.

Tomari Jonno is a Bangladeshi song about the importance of staying together as a nation. The lyrics are written in Bangla, and they emphasize the need for all Bangladeshis to unite to build a better future for their country. The song is popular among Bangladeshi people, and it is often sung at patriotic events.

This song is about the Bangladeshi Liberation War of 1971. The lyrics are in Bengali and translate to “On the Path to Victory.” The song is about the fight for independence from Pakistan and the hope for a better future.