Anek Katha Balar Majhe Lukiye Ache Ekti Katha | অনেক কথা বলার মাঝে লুকিয়ে আছে একটি কথা

Print Friendly, PDF & Email

Anek Katha Balar Majhe Lukiye Ache Ekti Katha | অনেক কথা বলার মাঝে লুকিয়ে আছে একটি কথা

অনেক কথা বলার মাঝে লুকিয়ে আছে একটি কথা ।
বলতে নারি সেই কথাটি তাই এ মুখর ব্যাকুলতা॥
সেই কথাটি ঢাকার ছলে
অনেক কথা যাই গো ব’লে
ভাসি আমি নয়ন-জলে বল্‌তে গিয়ে সেই বারতা॥
অবকাশ দেবে কবে কবে সাহস পাবে প্রাণে
লজ্জা ভুলে সেই কথাটি বল্‌ব তোমায় কানে কানে।
মনের বনে অনুরাগে
কত কথার মুকুল জাগে
সেই মুকুলের বুকে জাগাও ফুটে ওঠার ব্যাকুলতা॥
আস্‌তে যদি হে অতিথি
ছিল যখন শুক্লা তিথি
ফুটত চাঁপা, সেদিন যদি চৈতালী−চাঁদ হাস্‌তে॥

রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (ভাদ্র-আশ্বিন ১৩৪৩) টুইন রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭ বৎসর ৩ মাস।
অনেক কথা বলার মাঝে লুকিয়ে আছে একটি কথা।
বলতে নারি সেই কথাটি তাই এ মুখর ব্যাকুলতা॥
সেই কথাটি ঢাকার ছলে
অনেক কথা যাই গো ব’লে
ভাসি আমি নয়ন-জলে বল্‌তে গিয়ে সেই বারতা॥
অবকাশ দেবে কবে কবে সাহস পাবে প্রাণে
লজ্জা ভুলে সেই কথাটি বল্‌ব তোমায় কানে কানে।
মনের বনে অনুরাগে
কত কথার মুকুল জাগে
সেই মুকুলের বুকে জাগাও ফুটে ওঠার ব্যাকুলতা॥
আস্‌তে যদি হে অতিথি
ছিল যখন শুক্লা তিথি
ফুটত চাঁপা, সেদিন যদি চৈতালী−চাঁদ হাস্‌তে॥

Lyrical Diary: Anek Katha Balar Majhe Lukiye Ache Ekti Katha | অনেক কথা বলার মাঝে লুকিয়ে আছে একটি কথা

Lyricist: Kazi Nazrul Islam, Nazrul Geeti. Bangla Song Lyrics- Anek Katha Balar Majhe Lukiye Ache Ekti Katha | অনেক কথা বলার মাঝে লুকিয়ে আছে একটি কথা

There needs to be more information available regarding the song’s structure. In September 1936, the song was initially captured on record by Twin Record Company (Bhadra-Ashwin 1343). Nazrul Islam had 37 years and 3 months under his belt at this point in his life.

Kazi Nazrul Islam is one of the most prominent Bengali language poets and musicians who wrote the Nazrul Geeti or Nazrul Sangeet. In the short time of his career, he wrote around 3000 songs. He wrote the bulk of these tunes. The Bangladeshi national anthem, Chal Chal Chal, Urdhvagane Baje Madal, was written by him. During his lifetime, some of his songs, such as Ganer Mala, Gul Bagicha, Geeti Shatadal, Bulbul, etc., were collected in books. Later, additional songs were gathered.

We would appreciate it if you could let us know as soon as possible so we can correct the mistake and update the song as soon as possible. We would love to get them corrected for our readers.

Don’t forget to comment down the favorite Part/line of this song. Do share these lyrics with your close ones.

Lyrical Diary-

Enjoy reading lyrics and trying to do them more than just lyrics, trying to have some more me. I enjoy doing this because it allows me to express myself in a unique way that not everyone can do. It also gives me a chance to learn new things, which I appreciate.

Lyrics are a way to communicate emotions, and they can be used to entertain or provoke an emotional response in the listener. Therefore, lyricists need to use complex academic jargon to evoke a strong emotional response. They can create a connection with their listener and hopefully evoke a feeling of enjoyment or pleasure.