Ami Kon Sukhe Aaj Giyachilam | আমি কোন সুখে আজ গিয়াছিলাম সুরধনীর কুলে
Bangla Folk Songs , Bangla Folk Song Lyrics, Bangla Songs
আমি কোন সুখে আজ গিয়াছিলাম সুরধনীর কুলে
রূপের কিরণ রূপের হিরণ লাগল আমার গলে।
খারি ভরা ফুলের কলি ফুটল ঝাকে ঝাকে
সেইনা ফুলে মালা গাঁথি দিতাম বন্দের গলে।।
বাটা ভরা চুয়াচন্দন দিতাম বন্ধের অঙ্গে
প্ৰেমখেলা খেলিতাম দোহে মনোরঙ্গে
ভাইবে রাধারমণ বলে রূপের ছটায় নয়ন জলে
ও রূপ যায় না ধরা ধরিবারে গেলে।।
পাঠান্তর : কোন সুখে > সুখ কেনে (সুক্ষণে?)
………………….
রাধারমণ দত্ত
Lyrical Diary: Ami Kon Sukhe Aaj Giyachilam | আমি কোন সুখে আজ গিয়াছিলাম সুরধনীর কুলে
Ami Kon Sukhe Aaj Giyachilam | আমি কোন সুখে আজ গিয়াছিলাম সুরধনীর কুলে — Bangla Folk Songs, Bangla Folk Song Lyrics, Bangla Songs.