Amar Ekla Akash Thomke Geche | আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে

Print Friendly, PDF & Email

Amar Ekla Akash Thomke Geche | আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে

Bangla Cinemar Gaan , Bangla Cinemar Gaan Lyrics, Cinemar Gaan


আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে
আমার দিনগুলো সব রঙ চিনেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে
ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালবেসে

আমার ক্লান্ত মন,ঘর খুঁজেছে যখন
আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন
ঘর ভরা দুপুর
আমার একলা থাকার সুর
রোদ গাইতো,আমি ভাবতাম তুমি কোথায় কতদূর
আমার বেসুর গীটার সুর বেঁধেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে
শুধু তোমায় ভালবেসে

অলস মেঘলা মন, আমার আবছা ঘরের কোণ
চেয়ে রইত,ছুঁতে চাইতো, তুমি আসবে আর কখন
শ্রান্ত ঘুঘুর ডাক,ধুলো মাখা বইয়ের তাক
যেন বলছে,বলে চলছে, থাক অপেক্ষাতেই থাক

————-
মুভি: একলা আকাশ

Lyrical Diary: Amar Ekla Akash Thomke Geche | আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে

Amar Ekla Akash Thomke Geche | আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে — Bangla Cinemar Gaan , Bangla Cinemar Gaan Lyrics, Cinemar Gaan


Bangla Cinemar Gaan Lyrics are an integral part of Bangla cinema. They add depth and emotion to the films, making them more relatable and captivating for the audience. Cinemar Gaan has been an essential aspect of Bangla movies since the early days of cinema in Bangladesh. The lyrics of these songs play a vital role in expressing the characters’ feelings and emotions on screen.