Joy jatray Jao Go | জয়যাত্রায় যাও গো, ওঠো জয়রথে তব

Joy jatray Jao Go | জয়যাত্রায় যাও গো, ওঠো জয়রথে তব

Rabindra Sangeet, Rabindra Sangeet Lyrics, Bangla Song Lyrics


জয়যাত্রায় যাও গো, ওঠো জয়রথে তব।

মোরা জয়মালা গেঁথে আশা চেয়ে বসে রব॥

মোরা আঁচল বিছায়ে রাখি পথধুলা দিব ঢাকি,

 ফিরে এলে হে বিজয়ী,

 তোমায়    হৃদয়ে বরিয়া লব॥

আঁকিয়ো হাসির রেখা সজল আঁখির কোণে,

নব বসন্তশোভা এনো এ কুঞ্জবনে।

 তোমার    সোনার প্রদীপে জ্বালো

 আঁধার ঘরের আলো,

পরাও রাতের ভালে চাঁদের তিলক নব॥

Lyrical Diary: Joy jatray Jao Go | জয়যাত্রায় যাও গো, ওঠো জয়রথে তব

Joy jatray Jao Go | জয়যাত্রায় যাও গো, ওঠো জয়রথে তব – Lyricist: Rabindranath Tagore, Rabindra Sangeet. Rabindra Sangeet Lyrics