Bondhu Aow Aowrey -Dorshon Diya | বন্ধু আও আওরে–দরশন দিয়া

Print Friendly, PDF & Email

Bondhu Aow Aowrey -Dorshon Diya | বন্ধু আও আওরে–দরশন দিয়া

Bangla Folk Songs , Bangla Folk Song Lyrics, Bangla Songs


বন্ধু আও আওরে–দরশন দিয়া–
অবলার পরান দেও শীতল করিয়া।।ধু।।
বন্ধুরে–আমি তোমার দাসের দাস
না কর নৈরাশ, অবলোরে দিয়া দেখা–পুরাও মনের আশ
বন্ধদুরে অবলার বন্ধু হয়েরে নির্ধনের ধন
তোমার লাগিয়া আমার ঝুরে দুই নয়ন।
বন্ধু রে–তোমার পিরিতের দায় ছাড়লাম বাপমায়
তন জ্বলে মন জ্বলে জ্বলে সর্ব গায়।
বন্ধুরে–শ্ৰীরাধারমণ বলে ধরে বন্ধের পায়
তোমার লাগিয়া আমার বেড়ি লাগছে পায়।

………………….

রাধারমণ দত্ত

Lyrical Diary: Bondhu Aow Aowrey -Dorshon Diya | বন্ধু আও আওরে–দরশন দিয়া

Bondhu Aow Aowrey -Dorshon Diya | বন্ধু আও আওরে–দরশন দিয়া – Bangla Folk Songs, Bangla Folk Song Lyrics, Bangla Songs.