Meherbaan Song bangla Gazal- Lyrics

Meherbaan Song bangla Gazal Lyrics

খোদা তুমি বড় মেহেরবান
তুমি মোর রহিম রহমান,
খোদা তুমি বড় মেহেরবান
তুমি মোর রহিম রহমান,
জানি না কোথায় পাবো পথেরই দেখা
শুধু কি ভাগ্যে আছে দুঃখ লেখা,
আছি খোদা দাঁড়িয়ে, তোমারই দুয়ারে
ফিরিয়ে দিও না তুমি আমারে।

তোমার ওই নূরের আলোতে
কেটে যাবে আধাঁরের ঘোর,
তুমি পারো শুধু দিতে
পৃথিবীতে নতুন এক ভোর।।

তোমারই করি আরাধনা
তোমাতেই চাই আশ্রয়,
তোমারই নামের রহমতে
ঘুচে যায় সব সংশয়,
দোজাহানের মালিক তুমি
শ্রেষ্ঠ তুমি ইয়া আল্লাহ্‌ ..

তোমার ঐ নূরের আলোতে
কেটে যাবে আধাঁরের ঘোর,
তুমি পারো শুধু দিতে
পৃথিবীতে নতুন এক ভোর।।

তুমি আছো হৃদয়ে, তুমি বিশ্বাসে
তোমাকেই জপি আমি প্রতি নিঃশ্বাসে,
চাঁদ-ফুল-তারা-নদী-মাটি জ্বলে ঘাসে
যেখানেই চোখ যায় তুমি আছো মিশে।

ইয়া রা’ব্বা.. ইয়া মাওলা..
ক্ষমা চাই দিও ঠাঁই
তোমার দরবারে।

তোমার ওই নূরের আলোতে
কেটে যাবে আধাঁরের ঘোর,
তুমি পারো শুধু দিতে
পৃথিবীতে নতুন এক ভোর।।

Meherbaan Song bangla Gazal Lyrics

Khoda tumi boro meherban
Tumi mor rohim rahman
Janina kothay pabo potheri dekha
Shudhu ki bhagge ache dukkho lekha
Achi khoda dariye tomari duyare
Firiye diyo na tumi amare
Tomar oi nurer aalote
Kete jabe andharer ghor
Tumi paro shudhu dite
Prithibite notun ek bhor

Lyrical Diary-Meherbaan Song bangla Gazal Lyrics

Noble Man Sings Meherbaan Bangla Kawali Song. Ahmmed Humayun composed the music. Ahmed Risvy wrote the lyrics to the Bengali Kawali song Meherbaan. Noble Man, Ayesha Marzana, Arefin Zilani, and Others Star in Meherbaan Song

Song Bangladesh-Lyrical Diary

Bangla Song Lyrics – Enjoy reading lyrics and trying to do them more than just lyrics, trying to have some more me. I enjoy doing this because it allows me to express myself in a unique way that not everyone can do. It also gives me a chance to learn new things, which I appreciate.

Lyrics are a way to communicate emotions, and they can be used to entertain or provoke an emotional response in the listener. Therefore, lyricists need to use complex academic jargon to evoke a strong emotional response. They can create a connection with their listener and hopefully evoke a feeling of enjoyment or pleasure.