Dino Shesher Ranga Mukul | দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে

Dino Shesher Ranga Mukul | দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে

Rabindra Sangeet, Rabindra Sangeet Lyrics, Bangla Song Lyrics


দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে।

 সঙ্গোপনে ফুটবে প্রেমের মঞ্জরীতে॥

      মন্দবায়ে অন্ধকারে   দুলবে তোমার পথের ধারে,

          গন্ধ তাহার লাগবে তোমার আগমনীতে--

               ফুটবে যখন মুকুল প্রেমের মঞ্জরীতে--

রাত যেন না বৃথা কাটে প্রিয়তম হে–

 এসো এসো প্রাণে মম, গানে মম হে।

      এসো নিবিড় মিলনক্ষণে    রজনীগন্ধার কাননে,

          স্বপন হয়ে এসো আমার নিশীথিনীতে--

               ফুটবে যখন মুকুল প্রেমের মঞ্জরীতে॥

Lyrical Diary: Dino Shesher Ranga Mukul | দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে

Dino Shesher Ranga Mukul | দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে – Lyricist: Rabindranath Tagore, Rabindra Sangeet. Rabindra Sangeet Lyrics